জীবনটা যে কঠিন
জীবনটা যে কঠিন
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যে কঠিন অনেক
পাই না কোনো সুখ,
কেমন করে শত্রু হয় রে
অনেক চেনা প্রিয়মুখ!
ভালোবাসার বুকটা আমার
যাচ্ছে ভরে খরায়!
মনের মতো মানুষ কী রে
নাইরে এখন ধরায়?
একটা মানুষ—একটা মনে
রঙ যে কত ধরে!
মনের মানুষ খুঁজে পাবো
কোথায়-কেমন করে?
আজ সকালে বন্ধু ভেবে
ধরছি যার হাত,
একটু পরেই শত্রু সে যে
পার হয়নি রাত!
জীবনটা যে কঠিন অনেক
পাই না কোনো দিশে,
মানুষ-নামের মানুষ অনেক
জীবন যাদের মিছে।
আসল মানুষ কোথায় পাবো
বলতে পারো কেহ?
মানুষজনের নাই যে মন
আছে শুধু দেহ!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যে কঠিন অনেক
পাই না কোনো সুখ,
কেমন করে শত্রু হয় রে
অনেক চেনা প্রিয়মুখ!
ভালোবাসার বুকটা আমার
যাচ্ছে ভরে খরায়!
মনের মতো মানুষ কী রে
নাইরে এখন ধরায়?
একটা মানুষ—একটা মনে
রঙ যে কত ধরে!
মনের মানুষ খুঁজে পাবো
কোথায়-কেমন করে?
আজ সকালে বন্ধু ভেবে
ধরছি যার হাত,
একটু পরেই শত্রু সে যে
পার হয়নি রাত!
জীবনটা যে কঠিন অনেক
পাই না কোনো দিশে,
মানুষ-নামের মানুষ অনেক
জীবন যাদের মিছে।
আসল মানুষ কোথায় পাবো
বলতে পারো কেহ?
মানুষজনের নাই যে মন
আছে শুধু দেহ!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আর আই লিটন ০৪/১২/২০১৭অনেক ধন্যবাদ
-
সন্দীপন পাল ০২/১২/২০১৭সত্যিই