প্রেমপিয়াসীর চতুষ্পদী—৩৩
প্রেমপিয়াসীর চতুষ্পদী—৩৩
সাইয়িদ রফিকুল হক
রঙিন পোশাক গায়ে আছে
মনটি তবুও কালো!
ভালোবাসার শক্তিবলে
হৃদয় কর আলো।
ভালোবাসা থাকলে তোমার
দিতে পারো ঢেলে,
মনের সঙ্গে মনটি বেঁধে
উড়বে ডানা মেলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
রঙিন পোশাক গায়ে আছে
মনটি তবুও কালো!
ভালোবাসার শক্তিবলে
হৃদয় কর আলো।
ভালোবাসা থাকলে তোমার
দিতে পারো ঢেলে,
মনের সঙ্গে মনটি বেঁধে
উড়বে ডানা মেলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৭/১১/২০১৭বেশ চলছে