প্রেমপিয়াসীর চতুষ্পদী—২২
প্রেমপিয়াসীর চতুষ্পদী—২২
সাইয়িদ রফিকুল হক
জোছনালোকে যাচ্ছে ভেসে
কুঞ্জবনের স্বর্গ,
দুয়ার খুলে ঢুকতে পারো
রূপকুমারী-বর্গ।
মনের বাঁধন খুলে দিলাম
প্রেমের শক্তি দেখে,
তুমি বন্ধু আসতে পারো
আবিরখানি মেখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/১১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
জোছনালোকে যাচ্ছে ভেসে
কুঞ্জবনের স্বর্গ,
দুয়ার খুলে ঢুকতে পারো
রূপকুমারী-বর্গ।
মনের বাঁধন খুলে দিলাম
প্রেমের শক্তি দেখে,
তুমি বন্ধু আসতে পারো
আবিরখানি মেখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/১১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/১১/২০১৭সিরিজটা কতদূর যাবে?
-
সুব্রত পাল[পাপাই] ১৫/১১/২০১৭অনবদ্য লেখনী ॥
কবি ভলো থাকবেন ॥ -
সাঁঝের তারা ১৫/১১/২০১৭অপূর্ব
-
সুজয় সরকার ১৫/১১/২০১৭এ তো একেবারে সাদর আহ্বান।