প্রেমপিয়াসীর চতুষ্পদী—২১
প্রেমপিয়াসীর চতুষ্পদী—২১
সাইয়িদ রফিকুল হক
প্রেম যে কঠিন হৃদয়ব্যাধি
যায় না সে যে সরেও,
বকুল-ফুলের মালা যেমন
গন্ধ বিলায় মরেও!
প্রেমের ছায়ায় বসবো বলে
ধরছি মাথায় ছাতা,
তোমার আশায় খুলছি সাধে
কাব্যলেখার খাতা!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/১১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
প্রেম যে কঠিন হৃদয়ব্যাধি
যায় না সে যে সরেও,
বকুল-ফুলের মালা যেমন
গন্ধ বিলায় মরেও!
প্রেমের ছায়ায় বসবো বলে
ধরছি মাথায় ছাতা,
তোমার আশায় খুলছি সাধে
কাব্যলেখার খাতা!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/১১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ১৫/১১/২০১৭সুন্দর।
-
মিটন বনিক বাবু ১৫/১১/২০১৭প্রেম স্পন্দনে মুগ্ধ।
-
সোলাইমান ১৫/১১/২০১৭ইতিবাচক ভাবনা ৷ভারী সুন্দর।।।