প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৯
প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৯
সাইয়িদ রফিকুল হক
আজ সকালে বৃষ্টি এলো
সবুজ-কচি ঘাসে,
তবুও বন্ধু তোমার কথা
দুই-নয়নে ভাসে!
মেঘলাদিনে মনটা দেখি
হচ্ছে বড় আনচান,
তুমি এলে কুঞ্জবনে
মুশকিল যে আসান!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
আজ সকালে বৃষ্টি এলো
সবুজ-কচি ঘাসে,
তবুও বন্ধু তোমার কথা
দুই-নয়নে ভাসে!
মেঘলাদিনে মনটা দেখি
হচ্ছে বড় আনচান,
তুমি এলে কুঞ্জবনে
মুশকিল যে আসান!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/১১/২০১৭ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।আমন্তণ আমার পাতায়।।।।
-
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭মুশকিল আসান হলেই ভালো
-
মধু মঙ্গল সিনহা ১২/১১/২০১৭অনেক সুন্দর
-
সুজয় সরকার ১২/১১/২০১৭খুব সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/১১/২০১৭খুব ভালো।