প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৬
প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৬
সাইয়িদ রফিকুল হক
জীবন ঘষে আগুন জ্বলে
দুঃখ তবুও কমে না,
আশার প্রদীপ যায় যে নিভে
মন যে তবুও মানে না!
কীসের আশায় মন যে কাঁদে
ছোট্ট হৃদয়ঘরে,
তুমি ছাড়া আর কে সখী
বুঝবে আপন করে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
জীবন ঘষে আগুন জ্বলে
দুঃখ তবুও কমে না,
আশার প্রদীপ যায় যে নিভে
মন যে তবুও মানে না!
কীসের আশায় মন যে কাঁদে
ছোট্ট হৃদয়ঘরে,
তুমি ছাড়া আর কে সখী
বুঝবে আপন করে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahbubur Rahman ১০/১১/২০১৭ভাল
-
সোলাইমান ১০/১১/২০১৭চমৎকার কাব্যিকতা । খুবই সুন্দর কবিতা কবিবর।
-
সাঁঝের তারা ০৯/১১/২০১৭সখী ছাড়া আর কি কেউ বোঝে? সুন্দর ...
-
কামরুজ্জামান সাদ ০৯/১১/২০১৭প্রেমপিয়াসীর এতো বিরহ কেনো?