প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৪
প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৪
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার বৃষ্টি হবে
শুনেছিলাম আগে,
এখন দেখি বৃষ্টি-সাথে
বজ্রপাতও ভাগ্যে!
আশার প্রদীপ জ্বলছে তবুও
ছন্নছাড়ার মনে,
সকল দুঃখ মিটে যাবে
আসবে তুমি কুঞ্জবনে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার বৃষ্টি হবে
শুনেছিলাম আগে,
এখন দেখি বৃষ্টি-সাথে
বজ্রপাতও ভাগ্যে!
আশার প্রদীপ জ্বলছে তবুও
ছন্নছাড়ার মনে,
সকল দুঃখ মিটে যাবে
আসবে তুমি কুঞ্জবনে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৮/১১/২০১৭প্রেমপিয়াসীর চতুষ্পদী সিরিজটা আরো একবার শুরু থেকে পড়লাম।প্রথমবারের মতোই ভালো লেগেছে।
-
Tanju H ০৭/১১/২০১৭চমৎকার প্রিয় কবি।
-
সোলাইমান ০৭/১১/২০১৭বেশ ভাল হয়েছে ইচ্ছে কাব্য ।
কবিকে শুভেচ্ছা ও প্রীতি, ভাল থাকুন প্রতিনিয়ত ।