প্রেমপিয়াসীর চতুষ্পদী—১২
প্রেমপিয়াসীর চতুষ্পদী—১২
সাইয়িদ রফিকুল হক
স্বপ্ন হলো গুড়ে বালি
স্বপ্ন দেখে বোকা,
দেখবো তোমায় বাস্তবতায়
নয়তো কোনো ধোঁকা!
বাতাস কাঁদে প্রেমপিয়াসে
আমি কাঁদি দুঃখে!
তুমি বন্ধু থাকলে দূরে
ফুটবে হাসি মুখে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
স্বপ্ন হলো গুড়ে বালি
স্বপ্ন দেখে বোকা,
দেখবো তোমায় বাস্তবতায়
নয়তো কোনো ধোঁকা!
বাতাস কাঁদে প্রেমপিয়াসে
আমি কাঁদি দুঃখে!
তুমি বন্ধু থাকলে দূরে
ফুটবে হাসি মুখে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/১১/২০১৭বেশ ভালো
-
সোলাইমান ০৫/১১/২০১৭অসাধারণ অনুভবের প্রতিফলন ।সুন্দর উপস্থাপনা ।দারুণ লিখেছেন কবি বন্ধু ।শুভেচ্ছা জানবেন ।ভালো থাকবেন ।