প্রেমপিয়াসীর চতুষ্পদী—৬
প্রেমপিয়াসীর চতুষ্পদী—৬
সাইয়িদ রফিকুল হক
দ্রাক্ষাফলের লাজুক হাসি
মন যে মাতাল করে!
এমন সময় আসলে তুমি
রাখবো হৃদয়ভরে।
ফুলবনে কি সুবাস মেলে
সুবাস তোমার কেশে,
তুমি বন্ধু আসবে কখন
একটু ভালোবেসে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
দ্রাক্ষাফলের লাজুক হাসি
মন যে মাতাল করে!
এমন সময় আসলে তুমি
রাখবো হৃদয়ভরে।
ফুলবনে কি সুবাস মেলে
সুবাস তোমার কেশে,
তুমি বন্ধু আসবে কখন
একটু ভালোবেসে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ৩১/১০/২০১৭
-
সুমন দাস। ৩০/১০/২০১৭হৃদয়ে দোলা লাগল
-
মধু মঙ্গল সিনহা ৩০/১০/২০১৭জীবনবোধের অনন্য অনুভব
-
আজাদ আলী ৩০/১০/২০১৭Nice romantic poem and nice rhythm dear poet
। আন্তরিক শুভকামনা রইল ।।।।