অবিচার
অবিচার
সাইয়িদ রফিকুল হক
কোথায় করবো নালিশ?
সবখানে আজ ঠুনকো সালিশ!
বিচার চাইলে তোমার ক্ষতি,
পাপীরা আজ সমাজপতি!
কোথায় আছে মানবতা?
সবখানে আজ স্বার্থপরতা!
মানুষের দাম কোথায়?
মূল্য দেখি শুধু কথায়!
কোথায় করবো নালিশ?
কর্তারা আজ সন্ত্রাসীদের
হয়ে আছে কোলবালিশ!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
কোথায় করবো নালিশ?
সবখানে আজ ঠুনকো সালিশ!
বিচার চাইলে তোমার ক্ষতি,
পাপীরা আজ সমাজপতি!
কোথায় আছে মানবতা?
সবখানে আজ স্বার্থপরতা!
মানুষের দাম কোথায়?
মূল্য দেখি শুধু কথায়!
কোথায় করবো নালিশ?
কর্তারা আজ সন্ত্রাসীদের
হয়ে আছে কোলবালিশ!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
-
মোঃ মুসা খান ২৫/১০/২০১৭সত্য
-
সুমন দাস। ২৪/১০/২০১৭বাস্তব কথা
-
কামরুজ্জামান সাদ ২৪/১০/২০১৭জাতি হিশেবে আমরা এখন অন্ধকারে হারিয়ে যাচ্ছি
-
মধু মঙ্গল সিনহা ২৪/১০/২০১৭খুব ভালো।
-
আজাদ আলী ২৪/১০/২০১৭Sundar kotha Boleyn priy kobi