সত্যের রঙ
সত্যের রঙ
সাইয়িদ রফিকুল হক
সত্যের রঙ কী?
সাদা নাকি সবুজ?
মিথ্যা আর কালোকে
এখন সাদা বানানোর
কতরকমের চেষ্টা চলছে!
কালো নাকি এখন সাদা হবে!
ভাবতেই লজ্জায় কুঁকড়ে উঠি।
কালো মনের কালোশয়তান
এখন সাদা হচ্ছে!
আর সাদা মনের সাদামানুষগুলো
এখন এই পাপীদের
অত্যাচারে টিকতে না পেরে
আর এদেরই ছত্রচ্ছায়ায়
দিন-দিন কেমন যেন কালো হয়ে যাচ্ছে!
পৃথিবীটা আজ বুঝি কালোশয়তানের দখলে,
এদের মন কালো, স্বভাব কালো,
এরা কালোদুনিয়ার কালোমানুষ।
এরা রঙের কালো নয়,
এরা শুধু স্বভাবদোষে কালো।
আজ এই কালোশয়তানগুলো
সমাজরাষ্ট্রে সাদা হচ্ছে শুধু টাকার জোরে!
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২৩/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
সত্যের রঙ কী?
সাদা নাকি সবুজ?
মিথ্যা আর কালোকে
এখন সাদা বানানোর
কতরকমের চেষ্টা চলছে!
কালো নাকি এখন সাদা হবে!
ভাবতেই লজ্জায় কুঁকড়ে উঠি।
কালো মনের কালোশয়তান
এখন সাদা হচ্ছে!
আর সাদা মনের সাদামানুষগুলো
এখন এই পাপীদের
অত্যাচারে টিকতে না পেরে
আর এদেরই ছত্রচ্ছায়ায়
দিন-দিন কেমন যেন কালো হয়ে যাচ্ছে!
পৃথিবীটা আজ বুঝি কালোশয়তানের দখলে,
এদের মন কালো, স্বভাব কালো,
এরা কালোদুনিয়ার কালোমানুষ।
এরা রঙের কালো নয়,
এরা শুধু স্বভাবদোষে কালো।
আজ এই কালোশয়তানগুলো
সমাজরাষ্ট্রে সাদা হচ্ছে শুধু টাকার জোরে!
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২৩/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭অসাধারণ লেখনী । মনকে নাড়া দিল । লিখে যান ,
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭সত্যের কোন রং আছে কি!
-
সাঁঝের তারা ২৪/১০/২০১৭বেশ ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৪/১০/২০১৭বাস্তবতার সুন্দর কাব্যিক উপস্থাপন ।
ধন্যবাদ রলো অশেষ । -
টি এম আমান উল্লাহ ২৪/১০/২০১৭sajano thore -bithore
-
কে. পাল ২৩/১০/২০১৭Bess
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২৩/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ২৩/১০/২০১৭Kobir Sundar vabnake shraddha janai. Suveccha nirantar.