জীবনচরকি
জীবনচরকি
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যেন চরকি হয়ে
ঘুরছে এখন চারিপাশে,
স্বল্পধনের প্রশান্তিটা
নাই যেন আর কারও কাছে!
সবখানে আজ খাই-খাই-ভাব
সুখটা গেল কোথায় হারায়?
মানুষ এখন খুবই লোভী
মানুষের কি এসব মানায়?
ছোট্ট একটা জীবনটাতে
চরকি হয়ে লাভ কী বলো?
তারচে সবাই মানুষ হয়ে
শান্তিসুখের ধামে চলো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
জীবনটা যেন চরকি হয়ে
ঘুরছে এখন চারিপাশে,
স্বল্পধনের প্রশান্তিটা
নাই যেন আর কারও কাছে!
সবখানে আজ খাই-খাই-ভাব
সুখটা গেল কোথায় হারায়?
মানুষ এখন খুবই লোভী
মানুষের কি এসব মানায়?
ছোট্ট একটা জীবনটাতে
চরকি হয়ে লাভ কী বলো?
তারচে সবাই মানুষ হয়ে
শান্তিসুখের ধামে চলো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭কী অনবদ্য সত্য! খুব ভালো লাগলো।
-
টি এম আমান উল্লাহ ২৩/১০/২০১৭well done
-
কে. পাল ২২/১০/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২২/১০/২০১৭বেশ।