হৃদয়ের কান্না
হৃদয়ের কান্না
সাইয়িদ রফিকুল হক
কেউ শোনে না হৃদয়-কান্না,
সবাই খোঁজে শুধু তামান্না!
পথের ধুলো পথেই পড়ে থাকে,
কেউ ফেরে না অভাগার ডাকে!
ধনীর কথায় চলছে আজকে বিশ্ব,
পৃথিবীটা এখন বুঝি শয়তানেরই শিষ্য!
পাষাণ-রাজ্যে তাই কে শুনবে
তোমার-আমার হৃদয়-কান্না?
লোভের রাজ্যে সবাই খোঁজে আজ তামান্না।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
কেউ শোনে না হৃদয়-কান্না,
সবাই খোঁজে শুধু তামান্না!
পথের ধুলো পথেই পড়ে থাকে,
কেউ ফেরে না অভাগার ডাকে!
ধনীর কথায় চলছে আজকে বিশ্ব,
পৃথিবীটা এখন বুঝি শয়তানেরই শিষ্য!
পাষাণ-রাজ্যে তাই কে শুনবে
তোমার-আমার হৃদয়-কান্না?
লোভের রাজ্যে সবাই খোঁজে আজ তামান্না।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭। দারুণ গীতিকাব্য -অসাধারণ চেতনার গান ।
-
সুমন দাস। ২০/১০/২০১৭হৃদয়ে দোলা লাগল
-
জাফর পাঠান ২০/১০/২০১৭বর্তমান চরাচরের চিত্র ফুটে উঠেছে লেখাটিতে। অভিনন্দন ও ভালোলাগা নিরন্তর ।
-
কে. পাল ২০/১০/২০১৭Bes valo
-
আজাদ আলী ২০/১০/২০১৭সেটাইতো আ স ল কান্না, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান প্রিয় কবি।
-
কামরুজ্জামান সাদ ১৯/১০/২০১৭হৃদয়ের কান্নাটা বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়