সুখ-দুঃখ
সুখ-দুঃখ
সাইয়িদ রফিকুল হক
চাঁদকে বলি হেসো না এতো
আসবে ফিরে অমাবস্যা,
সুখের ঘোরে পাগল হয়ে
করছো কেন এতো তামাশা?
আলো দেখে আজকে তুমি
হচ্ছো ভীষণ বেতাল,
দু’দিন পরে অন্ধকারে
হবে তুমি বেসামাল।
সুখের পরে দুঃখ আসে
ভুলে যেয়ো না সুজন-বন্ধু,
জগতজুড়ে সুখ-দুখেরই
খেলা চলছে শুধু।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৭/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
চাঁদকে বলি হেসো না এতো
আসবে ফিরে অমাবস্যা,
সুখের ঘোরে পাগল হয়ে
করছো কেন এতো তামাশা?
আলো দেখে আজকে তুমি
হচ্ছো ভীষণ বেতাল,
দু’দিন পরে অন্ধকারে
হবে তুমি বেসামাল।
সুখের পরে দুঃখ আসে
ভুলে যেয়ো না সুজন-বন্ধু,
জগতজুড়ে সুখ-দুখেরই
খেলা চলছে শুধু।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৭/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৭/১০/২০১৭বাস্তবতা! কঠিন বাস্তবতা!
-
মোঃ মুসা খান ১৭/১০/২০১৭ভাল হয়ে ছে
-
আজাদ আলী ১৭/১০/২০১৭Bah Sundar jeevan bodher kotha Boleyn priy kobi.