মস্তবড় জ্ঞানী
মস্তবড় জ্ঞানী
সাইয়িদ রফিকুল হক
অনেককিছু বুঝতে পারো
ভাবছো তুমি জ্ঞানী,
বিদ্যাজাহাজ অচল তোমার
হালে নাই যে পানি!
মস্তবড় জ্ঞানী তুমি
জ্ঞান যে অনেক গভীর,
তবুও দেখি চিন্তা তোমার
সবই এখন স্থবির!
তোমার কথা শুনলে নাকি
দেশের হবে লাভ!
এখন দেখি দেশের ক্ষতি
এই তো তোমার ভাব।
নিজের ঢোলটা নিজেই তুমি
বাজাও ভীষণ জোরে,
জ্ঞানের রাজ্যে লাভ হবে না
আত্মপ্রচার-শোরে।
জ্ঞানী তুমি মস্তবড়
খায় না তবুও লোকে,
তোমার এমন জ্ঞান যে ভাই
মরবে জাতি শোকে!
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৬/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
অনেককিছু বুঝতে পারো
ভাবছো তুমি জ্ঞানী,
বিদ্যাজাহাজ অচল তোমার
হালে নাই যে পানি!
মস্তবড় জ্ঞানী তুমি
জ্ঞান যে অনেক গভীর,
তবুও দেখি চিন্তা তোমার
সবই এখন স্থবির!
তোমার কথা শুনলে নাকি
দেশের হবে লাভ!
এখন দেখি দেশের ক্ষতি
এই তো তোমার ভাব।
নিজের ঢোলটা নিজেই তুমি
বাজাও ভীষণ জোরে,
জ্ঞানের রাজ্যে লাভ হবে না
আত্মপ্রচার-শোরে।
জ্ঞানী তুমি মস্তবড়
খায় না তবুও লোকে,
তোমার এমন জ্ঞান যে ভাই
মরবে জাতি শোকে!
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৬/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাদা কাঁক(মেহেদী হাসান) ১৭/১০/২০১৭ভালো লেগেছে
-
আফরিনা নাজনীন মিলি ১৭/১০/২০১৭ভাল লিখেছেন। কবিতার আসরে যোগ দিন।
-
সাঁঝের তারা ১৬/১০/২০১৭আহা... হালে নাই যে পানি ...
-
আজাদ আলী ১৬/১০/২০১৭Darun Darun Darun
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭দারুণ,শুভেচ্ছা কবিবন্ধু...