নীলআকাশের খেলা
নীলআকাশের খেলা
সাইয়িদ রফিকুল হক
আকাশটাকে খুঁজে দেখো
পেতে পারো ঘ্রাণ,
তাজা বৃষ্টির ঘ্রাণ পেলে
বাঁচবে সবার প্রাণ।
ভ্যাপসামাখা গরমখানি
দিচ্ছে কত কষ্ট,
এই গরমে সুখশান্তি
হলো সবার নষ্ট।
আকাশটাকে শুঁকে দেখো
বৃষ্টি কোথায় আছে?
নইলে অমন বিশাল আকাশ
কী-ই-বা দরকার আছে?
নীলআকাশে বৃষ্টি নাইরে
আছে শুধু ধূলা,
আশার নামে পোড়া কপাল
সামনে ঝোলে মূলা!
নীলআকাশে চলছে খেলা
বৃষ্টি কোথাও নাই,
দেশের মানুষ দিনদুপুরে
মরছে ঘেমে তাই।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১২/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
আকাশটাকে খুঁজে দেখো
পেতে পারো ঘ্রাণ,
তাজা বৃষ্টির ঘ্রাণ পেলে
বাঁচবে সবার প্রাণ।
ভ্যাপসামাখা গরমখানি
দিচ্ছে কত কষ্ট,
এই গরমে সুখশান্তি
হলো সবার নষ্ট।
আকাশটাকে শুঁকে দেখো
বৃষ্টি কোথায় আছে?
নইলে অমন বিশাল আকাশ
কী-ই-বা দরকার আছে?
নীলআকাশে বৃষ্টি নাইরে
আছে শুধু ধূলা,
আশার নামে পোড়া কপাল
সামনে ঝোলে মূলা!
নীলআকাশে চলছে খেলা
বৃষ্টি কোথাও নাই,
দেশের মানুষ দিনদুপুরে
মরছে ঘেমে তাই।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১২/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৩/১০/২০১৭বেশ ভালো
-
মধু মঙ্গল সিনহা ১২/১০/২০১৭মুগ্ধ হ'লাম। অনেক শ্রদ্ধা রইল
-
রইস উদ্দিন খান আকাশ ১২/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ১২/১০/২০১৭Valoi kobi ji