উল্টাপাল্টা
উল্টাপাল্টা
সাইয়িদ রফিকুল হক
মনে নাই জোর
স্বপ্ন দেখি ফাঁকা!
হাতে নাই টাকা
তবুও থাকি ঢাকা!
যার বুকে সততার
নাই কোনো বল,
তার দেখি আজকাল
সবখানে মনোবল!
যার আছে পাপরাশি
তবুও তার জয়!
সৎলোকে সবখানে
পায় শুধু ভয়।
ঘুষখোরদের চেয়ার বড়
তাদের যায় না ধরা,
সৎলোকের জন্য দেখি
আইন সবখানে কড়া!
বীর-বাংলায় চলছে এখন
ভীষণরকম উল্টাপাল্টা,
চাই শুধু সবখানে
প্রতিরোধের ঝড়ঝাপটা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
মনে নাই জোর
স্বপ্ন দেখি ফাঁকা!
হাতে নাই টাকা
তবুও থাকি ঢাকা!
যার বুকে সততার
নাই কোনো বল,
তার দেখি আজকাল
সবখানে মনোবল!
যার আছে পাপরাশি
তবুও তার জয়!
সৎলোকে সবখানে
পায় শুধু ভয়।
ঘুষখোরদের চেয়ার বড়
তাদের যায় না ধরা,
সৎলোকের জন্য দেখি
আইন সবখানে কড়া!
বীর-বাংলায় চলছে এখন
ভীষণরকম উল্টাপাল্টা,
চাই শুধু সবখানে
প্রতিরোধের ঝড়ঝাপটা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ১০/১০/২০১৭Sweet
-
অনিক মজুমদার ০৯/১০/২০১৭😃😃
-
ন্যান্সি দেওয়ান ০৯/১০/২০১৭Sweet.
-
মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭ভালো লাগলো ভীষণ।ভালো থাকুন সবসময়!