তোমাকে ভালোবাসি বলে
তোমাকে ভালোবাসি বলে
সাইয়িদ রফিকুল হক
তোমাকে ভালো বলেছি ভালোবাসি বলে
তোমাকে এতো মুগ্ধ হয়ে দেখি ভালোবাসি বলে
তোমাকে এতো যে আপন ভাবি তাও ভালোবাসি বলে
তোমাকে এতো যে ভালো লাগে তাও ভালোবাসি বলে।
ভালোবাসা বসন্তঋতু নয় যে তা সহজে চলে যাবে
ভালোবাসা ডালভাত নয় যে তা হঠাৎ ফুরিয়ে যাবে
ভালোবাসা গুপ্তধনও নয় যে তার মোহ কেটে যাবে
ভালোবাসা এতো যে ভালোলাগার সহজে ফুরায় না।
তোমাকে ভালো বলেছি ভালোবাসি বলে
তোমাকে খুব আপন ভাবি ভালোবাসি বলে
সেই তুমি চলে যেও না অবেলার অচেনা ক্রোধে
তোমাকে ভালোবাসি বলে তুমি কখনও উদাসিনী হয়ো না।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৬/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
তোমাকে ভালো বলেছি ভালোবাসি বলে
তোমাকে এতো মুগ্ধ হয়ে দেখি ভালোবাসি বলে
তোমাকে এতো যে আপন ভাবি তাও ভালোবাসি বলে
তোমাকে এতো যে ভালো লাগে তাও ভালোবাসি বলে।
ভালোবাসা বসন্তঋতু নয় যে তা সহজে চলে যাবে
ভালোবাসা ডালভাত নয় যে তা হঠাৎ ফুরিয়ে যাবে
ভালোবাসা গুপ্তধনও নয় যে তার মোহ কেটে যাবে
ভালোবাসা এতো যে ভালোলাগার সহজে ফুরায় না।
তোমাকে ভালো বলেছি ভালোবাসি বলে
তোমাকে খুব আপন ভাবি ভালোবাসি বলে
সেই তুমি চলে যেও না অবেলার অচেনা ক্রোধে
তোমাকে ভালোবাসি বলে তুমি কখনও উদাসিনী হয়ো না।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৬/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৮/১০/২০১৭ভালবাসার অনিন্দ্য প্রকাশ।
-
আজাদ আলী ০৮/১০/২০১৭BEAUTIFUL
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/১০/২০১৭সুন্দর