শুধু ভালোবাসায়
শুধু ভালোবাসায়
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার কথা বলে
সেই যে গেলে চলে,
রাতদুপুরে এখনও তাই
ভাসি চোখের জলে।
আশায়-আশায় দিনটা গুনে
যাচ্ছে চলে জীবন,
তবুও দেখি অনেক সময়
কেমন করে মন!
ভালোবাসা তুচ্ছ নয় যে
বাঁচবে শুধু আশায়,
ভালোবাসা বেঁচে থাকে
শুধু ভালোবাসায়।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৭/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার কথা বলে
সেই যে গেলে চলে,
রাতদুপুরে এখনও তাই
ভাসি চোখের জলে।
আশায়-আশায় দিনটা গুনে
যাচ্ছে চলে জীবন,
তবুও দেখি অনেক সময়
কেমন করে মন!
ভালোবাসা তুচ্ছ নয় যে
বাঁচবে শুধু আশায়,
ভালোবাসা বেঁচে থাকে
শুধু ভালোবাসায়।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৭/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুক্তপুরুষ ০৭/১০/২০১৭মুগ্ধতা রেখে গেলাম
-
সাঁঝের তারা ০৭/১০/২০১৭অনবদ্য ...ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল ...
-
মধু মঙ্গল সিনহা ০৭/১০/২০১৭শুভেচ্ছা প্রিয় কবি ।
-
আজাদ আলী ০৭/১০/২০১৭Valo laglo
-
কামরুজ্জামান সাদ ০৭/১০/২০১৭কবি অনিন্দ্য লিখেছেন।অক্ষরবৃত্ত ছন্দে সুন্দর প্রকাশ।