আর বলবো না ভালোবাসি
আর বলবো না ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক
আর বলবো না ভালোবাসি
ভালোবাসা এখন বিষাক্ত,
বিষে-বিষে সিক্ত ভালোবাসা,
বিষে-বিষে জর্জরিত ভালোবাসা!
আর বলবো না ভালোবাসি।
ভালোবাসা এখন এক আতঙ্কের নাম
ভালোবাসা এখন বড় কষ্টের নাম
ভালোবাসা এখন শুধু তামাশা দেখায়,
ভালোবাসা জীবনকে দিয়েছে গরল!
আরও বুঝি কষ্ট জমছে ভবিষ্যতে,
একটু ভালোবাসা আছে কোথায়?
কোথায় আছে ভালোবাসার আস্তানা?
কেউ একটু পথ দেখাবেন নাকি?
নাকি হতাশ হয়ে পাশের বাড়ির
ছেলেটির মতো আবার ফিরে যেতে হবে
মাদকমুক্তির সেই নার্সিং-হোমে!
আর বলবো না ভালোবাসি।
খুব ইচ্ছে করেছিলো একটু ভালোবাসি
তাই একদিন খুব শখ করে
তোমাকে বলেছিলাম ভালোবাসি!
ভালোবাসার কথাই বলেছিলাম
তবুও দেখি হয়ে গেলাম লাঞ্ছিত!
আর পাই না একটু সাহস
আর পাই না একটু ভরসা
ভালোবাসা এখন এক আতঙ্কের নাম!
আর বলবো না ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
আর বলবো না ভালোবাসি
ভালোবাসা এখন বিষাক্ত,
বিষে-বিষে সিক্ত ভালোবাসা,
বিষে-বিষে জর্জরিত ভালোবাসা!
আর বলবো না ভালোবাসি।
ভালোবাসা এখন এক আতঙ্কের নাম
ভালোবাসা এখন বড় কষ্টের নাম
ভালোবাসা এখন শুধু তামাশা দেখায়,
ভালোবাসা জীবনকে দিয়েছে গরল!
আরও বুঝি কষ্ট জমছে ভবিষ্যতে,
একটু ভালোবাসা আছে কোথায়?
কোথায় আছে ভালোবাসার আস্তানা?
কেউ একটু পথ দেখাবেন নাকি?
নাকি হতাশ হয়ে পাশের বাড়ির
ছেলেটির মতো আবার ফিরে যেতে হবে
মাদকমুক্তির সেই নার্সিং-হোমে!
আর বলবো না ভালোবাসি।
খুব ইচ্ছে করেছিলো একটু ভালোবাসি
তাই একদিন খুব শখ করে
তোমাকে বলেছিলাম ভালোবাসি!
ভালোবাসার কথাই বলেছিলাম
তবুও দেখি হয়ে গেলাম লাঞ্ছিত!
আর পাই না একটু সাহস
আর পাই না একটু ভরসা
ভালোবাসা এখন এক আতঙ্কের নাম!
আর বলবো না ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৫/১০/২০১৭খুব সুন্দর
-
মুক্তপুরুষ ০৪/১০/২০১৭চমৎকার
-
কামরুজ্জামান সাদ ০৪/১০/২০১৭বেশ ভাল লেখেন
-
Tanju H ০৩/১০/২০১৭চমৎকার প্রিয় কবি।।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৩/১০/২০১৭দারুণ
-
আজাদ আলী ০৩/১০/২০১৭Love is danger. Thanks