তোমাকে বিশ্বাস হচ্ছিলো না
তোমাকে বিশ্বাস হচ্ছিলো না
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখের হাসিটুকু বিশ্বাস করিনি
আর চোখের দৃষ্টিও ফিরিয়ে দিয়েছি সন্তর্পণে,
অনেক দামি জামার বোতাম খোলা ছিল
আর তাও খুব ভালো লেগেছিলো,
তবুও কিছুতেই বিশ্বাস হচ্ছিলো না তোমাকে।
গায়ের পারফিউমটা বুঝি ছিল খুব দামি!
অনেকদূর থেকে তার একটা মোহনীয়-কমণীয়
আর মনমাতানো চমৎকার ঘ্রাণ পাচ্ছিলাম,
তবুও মদিরতায় ডুবে যাইনি একবারও,
ভালো লেগেছিলো তোমাকে একটু-একটু
বারবার তাই দেখেছিলাম আড়চোখে,
আরও কিছু সময় ধরে দেখতে ইচ্ছে করছিলো
তবুও তোমাকে বিশ্বাস হচ্ছিলো না একটুও!
তোমার মনে তখন কী খেলা করছিলো তা জানি না
মন খুলে তো তা আর দেখতে যাইনি!
তবুও যেটুকু তোমাকে দেখেছিলাম
বারবার শুধু আমার মনে জন্ম নিচ্ছিলো অবিশ্বাস।
তোমার সবকিছু ভালো ছিল হয়তো
কিন্তু সবটা ভালো লাগেনি আমার,
তোমার চোখের দৃষ্টিতে দেখেছিলাম দারুণ এক অবিশ্বাস!
তোমাকে তাই বিশ্বাস হচ্ছিলো না আমার ভালোবাসার মানুষ বলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১০/২০১৭
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখের হাসিটুকু বিশ্বাস করিনি
আর চোখের দৃষ্টিও ফিরিয়ে দিয়েছি সন্তর্পণে,
অনেক দামি জামার বোতাম খোলা ছিল
আর তাও খুব ভালো লেগেছিলো,
তবুও কিছুতেই বিশ্বাস হচ্ছিলো না তোমাকে।
গায়ের পারফিউমটা বুঝি ছিল খুব দামি!
অনেকদূর থেকে তার একটা মোহনীয়-কমণীয়
আর মনমাতানো চমৎকার ঘ্রাণ পাচ্ছিলাম,
তবুও মদিরতায় ডুবে যাইনি একবারও,
ভালো লেগেছিলো তোমাকে একটু-একটু
বারবার তাই দেখেছিলাম আড়চোখে,
আরও কিছু সময় ধরে দেখতে ইচ্ছে করছিলো
তবুও তোমাকে বিশ্বাস হচ্ছিলো না একটুও!
তোমার মনে তখন কী খেলা করছিলো তা জানি না
মন খুলে তো তা আর দেখতে যাইনি!
তবুও যেটুকু তোমাকে দেখেছিলাম
বারবার শুধু আমার মনে জন্ম নিচ্ছিলো অবিশ্বাস।
তোমার সবকিছু ভালো ছিল হয়তো
কিন্তু সবটা ভালো লাগেনি আমার,
তোমার চোখের দৃষ্টিতে দেখেছিলাম দারুণ এক অবিশ্বাস!
তোমাকে তাই বিশ্বাস হচ্ছিলো না আমার ভালোবাসার মানুষ বলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/১০/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপম আহমেদ ০২/১০/২০১৭খুবই সুন্দর।
-
আজাদ আলী ০২/১০/২০১৭Khub sundar
-
মোঃ শহীদ হোসেন হৃদয় ০২/১০/২০১৭দারুন লেখা,
-
কামরুজ্জামান সাদ ০১/১০/২০১৭কবি অনবদ্য লিখেছেন।ভাল লাগলো।
-
সমির প্রামাণিক ০১/১০/২০১৭বাহ! বিশ্বাস না এলে ভালোবাসা আসবে কি করে? বিশ্বাস আর ভালোবাসা পাশাপাশি বাস করে যে! শুভেচ্ছা রইলো।
-
মধু মঙ্গল সিনহা ০১/১০/২০১৭বিজয়ার শুভকামনা...চমৎকার
-
পারভেজ এ রহমান ০১/১০/২০১৭অনেক সুন্দর হয়েছে |