প্রকৃতি মানুষের বন্ধু
প্রকৃতি মানুষের বন্ধু
সাইয়িদ রফিকুল হক
প্রকৃতি সবসময় মানুষের বন্ধু।কিন্তু অনেক মানুষ-নামধারী জীব আজকাল প্রকৃতির শত্রু হয়ে দাঁড়িয়েছে।এরা অবিবেচকের মতো প্রকৃতির বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ-প্রদর্শন করছে।এদের কাণ্ডজ্ঞান নেই।এরা উন্মত্ত পশুর মতো প্রকৃতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে।এরা নির্দয় শয়তানের মতো অট্টহাসিতে ফেটে পড়ে প্রকৃতির বিরুদ্ধে দাপাদাপি করছে।এরা আমাদের পরম বন্ধু বৃক্ষরাজিকে ধ্বংস করছে।আর আমাদের জীবনরক্ষাকারী নদীনালা, খালবিল, জলাশয় ও পাহাড়পর্বতকে গ্রাস করে তারা তাদের শয়তানী রাজত্বকে প্রতিষ্ঠিত করছে।এরা অপরিকল্পিত নগরায়ণের দৌরাত্ম্যে আমাদের গ্রামগঞ্জের মাঠঘাট পর্যন্ত দখল করে শ্যামল বাংলার বুকে এক ত্রাসের রাজত্ব কায়েম করছে।প্রকৃতিবিরোধী দেশের এই চিহ্নিত শয়তানচক্রকে আজ নিশ্চিহ্ন করে দিয়ে মানুষের বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।এব্যাপারে আমাদের সরকারকে প্রকৃতির শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
সাইয়িদ রফিকুল হক
প্রকৃতি সবসময় মানুষের বন্ধু।কিন্তু অনেক মানুষ-নামধারী জীব আজকাল প্রকৃতির শত্রু হয়ে দাঁড়িয়েছে।এরা অবিবেচকের মতো প্রকৃতির বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ-প্রদর্শন করছে।এদের কাণ্ডজ্ঞান নেই।এরা উন্মত্ত পশুর মতো প্রকৃতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে।এরা নির্দয় শয়তানের মতো অট্টহাসিতে ফেটে পড়ে প্রকৃতির বিরুদ্ধে দাপাদাপি করছে।এরা আমাদের পরম বন্ধু বৃক্ষরাজিকে ধ্বংস করছে।আর আমাদের জীবনরক্ষাকারী নদীনালা, খালবিল, জলাশয় ও পাহাড়পর্বতকে গ্রাস করে তারা তাদের শয়তানী রাজত্বকে প্রতিষ্ঠিত করছে।এরা অপরিকল্পিত নগরায়ণের দৌরাত্ম্যে আমাদের গ্রামগঞ্জের মাঠঘাট পর্যন্ত দখল করে শ্যামল বাংলার বুকে এক ত্রাসের রাজত্ব কায়েম করছে।প্রকৃতিবিরোধী দেশের এই চিহ্নিত শয়তানচক্রকে আজ নিশ্চিহ্ন করে দিয়ে মানুষের বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।এব্যাপারে আমাদের সরকারকে প্রকৃতির শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/১০/২০১৭
-
তাবেরী ০১/১০/২০১৭হুম,অনেক ভাল।
-
রাশেদ খাঁন ০১/১০/২০১৭সঠিক
-
কামরুজ্জামান সাদ ৩০/০৯/২০১৭মানুষ প্রকৃতির প্রকৃত বন্ধু নয়।তাই যদি হতো তবে ক্ষতি করতে চাইতো না।
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ৩০/০৯/২০১৭একদম ঠিক
-
আজাদ আলী ৩০/০৯/২০১৭Nature is our friends. Many many thanks writer friend.
-
মধু মঙ্গল সিনহা ৩০/০৯/২০১৭ভালো কথা বললেন।
প্রকৃতির প্রতি ভালোবাসা আসুক সবার মনে । এই কামনা করি ।