প্রেমের এখন ভয়ানক অসুখ
প্রেমের এখন ভয়ানক অসুখ
সাইয়িদ রফিকুল হক
প্রেমের এখন ভয়ানক অসুখ
প্রেমে আর সুখ নাই।
প্রেম এখন কাঁদে নীরবে-নিভৃতে
প্রেমের এখন ভয়ানক অসুখ।
প্রেম খুঁজে মরছে তরতাজা যুবকটি,
নির্ভেজাল প্রেম চায় আমাদের পরিচিত
পাশের বাড়ির সুন্দর মেয়েটি!
কিন্তু একটু প্রেম আছে কোথায়?
প্রেমের চোখে দেখি এখন জল!
প্রেমের এখন ভয়ানক অসুখ।
প্রেম নাই বলে অমনি ছুটে গেলাম
প্রেমসমুদ্র প্রেমনগরীতে,
সেখানে দেখি প্রেম এখন অসুখী,
আর ভয়ানকভাবে জরাব্যাধিগ্রস্ত!
প্রেমের এখন ভয়ানক অসুখ।
কোথায় আছে একটুকু প্রেম?
আর কোথায় আছে প্রেমের ভবিষ্যৎ?
প্রেম নাকি এখন অবিশ্বাসের ব্যভিচারে
ভীষণভাবে জর্জরিত, জরাগ্রস্ত
আর মুমূর্ষু-রোগীর মতো মৃতপ্রায়!
প্রেমের এখন ভয়ানক অসুখ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৯/২০১৭
সাইয়িদ রফিকুল হক
প্রেমের এখন ভয়ানক অসুখ
প্রেমে আর সুখ নাই।
প্রেম এখন কাঁদে নীরবে-নিভৃতে
প্রেমের এখন ভয়ানক অসুখ।
প্রেম খুঁজে মরছে তরতাজা যুবকটি,
নির্ভেজাল প্রেম চায় আমাদের পরিচিত
পাশের বাড়ির সুন্দর মেয়েটি!
কিন্তু একটু প্রেম আছে কোথায়?
প্রেমের চোখে দেখি এখন জল!
প্রেমের এখন ভয়ানক অসুখ।
প্রেম নাই বলে অমনি ছুটে গেলাম
প্রেমসমুদ্র প্রেমনগরীতে,
সেখানে দেখি প্রেম এখন অসুখী,
আর ভয়ানকভাবে জরাব্যাধিগ্রস্ত!
প্রেমের এখন ভয়ানক অসুখ।
কোথায় আছে একটুকু প্রেম?
আর কোথায় আছে প্রেমের ভবিষ্যৎ?
প্রেম নাকি এখন অবিশ্বাসের ব্যভিচারে
ভীষণভাবে জর্জরিত, জরাগ্রস্ত
আর মুমূর্ষু-রোগীর মতো মৃতপ্রায়!
প্রেমের এখন ভয়ানক অসুখ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৯/২০১৭ভালো।
-
কামরুজ্জামান সাদ ২৮/০৯/২০১৭প্রেম আজ জরাগ্রস্থ
-
কে. পাল ২৮/০৯/২০১৭বেশ
-
সাঁঝের তারা ২৭/০৯/২০১৭চমৎকার
-
আজাদ আলী ২৭/০৯/২০১৭Love is love. Mostly necessary a heart icon for see a original love otherwise your thought is right that love is diseases.Thanks .....