প্রেম বেঁধে রাখা যায় না
প্রেম বেঁধে রাখা যায় না
সাইয়িদ রফিকুল হক
প্রেম যদি গোয়ালের গোরু হতো
তবুও তো পারতাম তারে বেঁধে রাখতে,
প্রেম যেন এখন দড়িছেঁড়া মোটাতাজা
ভীষণ একটা অবাধ্য ষাঁড়!
তারে এখন বশ করবো কেমন করে
তা-ই ভাবছি মন-নিরালায়।
প্রেমে এখন অবিশ্বাস বেশি
আর সন্দেহও প্রবল,
প্রেমে এখন ভরসা পাই না কোনো
শুধু সন্দেহ দোলে নিয়মিত।
প্রেম কখনও বেঁধে রাখা যায় না,
প্রেম কখনও গোয়ালের গোরুর মতো
অমন সুন্দর পোষমানা হয় না,
প্রেমের বাঁধন বিশ্বাস গেছে মরে!
তাই এখন আর প্রেমকে কোনোভাবেই
বেঁধে রাখা যায় না।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০৯/২০১৭
সাইয়িদ রফিকুল হক
প্রেম যদি গোয়ালের গোরু হতো
তবুও তো পারতাম তারে বেঁধে রাখতে,
প্রেম যেন এখন দড়িছেঁড়া মোটাতাজা
ভীষণ একটা অবাধ্য ষাঁড়!
তারে এখন বশ করবো কেমন করে
তা-ই ভাবছি মন-নিরালায়।
প্রেমে এখন অবিশ্বাস বেশি
আর সন্দেহও প্রবল,
প্রেমে এখন ভরসা পাই না কোনো
শুধু সন্দেহ দোলে নিয়মিত।
প্রেম কখনও বেঁধে রাখা যায় না,
প্রেম কখনও গোয়ালের গোরুর মতো
অমন সুন্দর পোষমানা হয় না,
প্রেমের বাঁধন বিশ্বাস গেছে মরে!
তাই এখন আর প্রেমকে কোনোভাবেই
বেঁধে রাখা যায় না।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৯/২০১৭ভালো।
-
আবু সাইদ লিপু ২৬/০৯/২০১৭প্রেম কে বাঁধদত চায়?
-
তাবেরী ২৫/০৯/২০১৭বাস্তবতার রুপায়ন।বেশ ভাল।
-
সাঁঝের তারা ২৫/০৯/২০১৭অপূর্ব ...
-
আজাদ আলী ২৫/০৯/২০১৭Your thought is right for present times someone person or liars lover. But I think love is love.......
Thanks. -
কামরুজ্জামান সাদ ২৫/০৯/২০১৭'প্রেম যেনো এখন দড়িছেড়া মোটাতাজা ভীষণ একটা অবাধ্য ষাঁড়!'কবিতাটা ভাল লেগেছে।বিশেষ করে এই লাইনটা বেশ ছিল।