ভালোবেসে মন ভরে না
ভালোবেসে মন ভরে না
সাইয়িদ রফিকুল হক
ভালোবেসে মন ভরে না
ভালোবেসে কেউ সুখী হয় না,
ভালোবেসে আশা পূরণ হয় না।
ভালোবেসে মানুষ কিছুই পায় না
ভালোবেসে আশা কেন মিটে না?
ভালোবেসে মানুষ সুখ পায় না,
ভালোবেসে তবুও মানুষগুলো
আশা-নিরাশার পথ ছাড়ে না!
ভালোবেসে মানুষের আশা মিটে না
ভালোবেসে অসহায় মানুষ তবুও কেন
আশার রাজ্যে ডুবে-ডুবে পথ ছাড়ে না!
ভালোবেসে কারও মন ভরে না
ভালোবেসে মানুষ তবুও কেন নিরাশ হয় না!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৯/২০১৭
সাইয়িদ রফিকুল হক
ভালোবেসে মন ভরে না
ভালোবেসে কেউ সুখী হয় না,
ভালোবেসে আশা পূরণ হয় না।
ভালোবেসে মানুষ কিছুই পায় না
ভালোবেসে আশা কেন মিটে না?
ভালোবেসে মানুষ সুখ পায় না,
ভালোবেসে তবুও মানুষগুলো
আশা-নিরাশার পথ ছাড়ে না!
ভালোবেসে মানুষের আশা মিটে না
ভালোবেসে অসহায় মানুষ তবুও কেন
আশার রাজ্যে ডুবে-ডুবে পথ ছাড়ে না!
ভালোবেসে কারও মন ভরে না
ভালোবেসে মানুষ তবুও কেন নিরাশ হয় না!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশ বর্মন (বুলবুলি) ২৫/০৯/২০১৭খুব সুন্দর। শুভেচ্ছা রইলো।
-
ফয়েজ উল্লাহ রবি ২৪/০৯/২০১৭খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল।।
-
আজাদ আলী ২৪/০৯/২০১৭যেখানেই আশা সেখানেই নিরাশার ভয় থাকে তাই যার কোন আশা নেই তার নিরাশা হওয়ার কোন ভয় নেই।
ধন্যবাদ কবিব্র..................। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৯/২০১৭অনেক ভালো।
-
প্রিয় ২৪/০৯/২০১৭
এটা শুনুন কবি মন ভালো হয়ে যাবে!!! -
তাবেরী ২৪/০৯/২০১৭দারুন।
-
সমির প্রামাণিক ২৪/০৯/২০১৭এত বিরহ কেন কবি? ভালোবেসে কতজনায় কতসুখে রয়েছে যে!
তবে দুঃখীর সংখ্যাও কম নয় কবি! সুন্দর প্রকাশ। শুভেচ্ছা রইলো। -
কামরুজ্জামান সাদ ২৪/০৯/২০১৭ভালবাসাটা মূলত মনসতাত্ত্বিক।এতে পাওয়ার আশা না করাই ভালো।