তোমার চোখে পাপ
তোমার চোখে পাপ
সাইয়িদ রফিকুল হক
আমার চোখে আছে পুণ্য
তোমার চোখে পাপ,
তোমার বুকে খেলা করে
তাইতো দেখি সাপ!
বুকের ভিতর অজগরের
অনেক বড় বাসা,
তোমার আমি বন্ধু হবো
কেমনে কর আশা?
পাপের পথে হাঁটছো তুমি
কালসাপেরই ছানা,
পুণ্যবানের ফুলবাগানে
দিচ্ছো কেন হানা?
তোমার চোখে পাপ দেখেছি
পাপ যে বড় সাপ!
বিষধরের মতো এবার
ছোবল দিবে পাপ।
পাপে তোমার মৃত্যু হবে
তবুও পাপের বড়াই!
পুণ্যবানে জিতবে শেষে
হবে যখন লড়াই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৯/২০১৭
সাইয়িদ রফিকুল হক
আমার চোখে আছে পুণ্য
তোমার চোখে পাপ,
তোমার বুকে খেলা করে
তাইতো দেখি সাপ!
বুকের ভিতর অজগরের
অনেক বড় বাসা,
তোমার আমি বন্ধু হবো
কেমনে কর আশা?
পাপের পথে হাঁটছো তুমি
কালসাপেরই ছানা,
পুণ্যবানের ফুলবাগানে
দিচ্ছো কেন হানা?
তোমার চোখে পাপ দেখেছি
পাপ যে বড় সাপ!
বিষধরের মতো এবার
ছোবল দিবে পাপ।
পাপে তোমার মৃত্যু হবে
তবুও পাপের বড়াই!
পুণ্যবানে জিতবে শেষে
হবে যখন লড়াই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২৪/০৯/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৯/২০১৭অনেক ভালো।
-
সাঁঝের তারা ২৪/০৯/২০১৭অপূর্ব
-
মুক্তপুরুষ ২৩/০৯/২০১৭অনবদ্য কবিতা
-
আজাদ আলী ২৩/০৯/২০১৭Fantastic poem, sweet rhythm, I like it. Thanks
-
ন্যান্সি দেওয়ান ২৩/০৯/২০১৭Nice..
যাই হোক আমরা আশা রাখি, শেষ পর্যন্ত ভালো বিজয়ী হবে।
শুভেচ্ছা জানাই।