মানবতার খোঁজে
মানবতার খোঁজে
সাইয়িদ রফিকুল হক
মানুষ খুঁজে আমার মতো
তুমিও বুঝি হয়রান বন্ধু,
মানুষ কোথায় পাবে তুমি
সময়টুকু হারাবে তাই শুধু!
সবই আছে এখন দেখি
ফুর্তি-ভোগের কত আয়োজন!
আজ নাই শুধু মন্যুষত্ব
সবার আগে যা প্রয়োজন।
তবুও বন্ধু খুঁজে দেখো
কোথায় আছে মানবাত্মা,
মানবতার খোঁজে বন্ধু
শুভ হোক আমাদের যাত্রা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর কাইজার ২৪/০৯/২০১৭ভালো লাগলো
-
মুক্তপুরুষ ২৩/০৯/২০১৭অতুলনীয় বাচনভঙ্গি
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ২৩/০৯/২০১৭সুন্দর হইয়েছে
-
সমির প্রামাণিক ২২/০৯/২০১৭মানুষই এমন একটা প্রাণী- সে যে মানুষ- তার ধর্ম যে মানবতা তা তাকে স্মরণ করিয়ে দিতে হয়। বন্ধু মানবতার খোঁজে যাত্রা শুভ হোক।
-
কাজী জাহিদুল ইসলাম ২২/০৯/২০১৭মানুষ মানুষের জন্র এই কথাটি বন্ধু আবার স্মরন করে দিবার জন্য ধন্যবাদ কবি ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৯/২০১৭বাস্তবের চিত্র।
-
আজাদ আলী ২২/০৯/২০১৭Lack of humanity in the world. Thanks poet.