চোখের জলে ভালোবাসা
চোখের জলে ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে মন ভরে না
কীসে ভরবে মন?
কোথায় পাবো ব্যাংক-ভর্তি
এতো টাকা-ধন?
জীবনটা যে তুচ্ছ আমার
নাই তো এমনকিছু,
মনের ভুলে ভালোবেসে
নিলাম তোমার পিছু!
ভালো না হয় বাসবে না
দেখ চেয়ে চোখের জল,
সেখানে নাই ভেজাল কোনো
একেবারে টলমল!
চোখের জলে মন ভরলে
এসো আমার কাছে,
নইলে আমার বিরহ-তাপ
আগে থেকেই আছে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৯/২০১৭
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে মন ভরে না
কীসে ভরবে মন?
কোথায় পাবো ব্যাংক-ভর্তি
এতো টাকা-ধন?
জীবনটা যে তুচ্ছ আমার
নাই তো এমনকিছু,
মনের ভুলে ভালোবেসে
নিলাম তোমার পিছু!
ভালো না হয় বাসবে না
দেখ চেয়ে চোখের জল,
সেখানে নাই ভেজাল কোনো
একেবারে টলমল!
চোখের জলে মন ভরলে
এসো আমার কাছে,
নইলে আমার বিরহ-তাপ
আগে থেকেই আছে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর কাইজার ২৪/০৯/২০১৭খুব ভালো লাগলো। অসাধারণ।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ২৩/০৯/২০১৭অপূর্ব
-
আজাদ আলী ২২/০৯/২০১৭Very nice writing.Thanks
-
নীল আকাশ ২২/০৯/২০১৭সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৯/২০১৭সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ২১/০৯/২০১৭প্রিয় কবি,
সুন্দর কথামালায় সাজানো একটি লেখা।