আশার ফুল
আশার ফুল
নতুন ভোরে অনেক বড়
স্বপ্নের আশা নিয়ে,
শেষ পর্যন্ত এই জীবনে
করতে পারিনি বিয়ে।
নতুন আশা ঝরে গেছে
কলির সন্ধ্যা রেখে,
যুবক হয়েও বসে আছি
বার্ধক্যের রঙ মেখে।
নতুন ভোরে এই জীবনে
ফোটেনি আশার ফুল,
তাইতো ভাবি জীবনটা যে
কারও জন্য ভুল!
নতুন ভোরে অনেক বড়
স্বপ্নের আশা নিয়ে,
শেষ পর্যন্ত এই জীবনে
করতে পারিনি বিয়ে।
নতুন আশা ঝরে গেছে
কলির সন্ধ্যা রেখে,
যুবক হয়েও বসে আছি
বার্ধক্যের রঙ মেখে।
নতুন ভোরে এই জীবনে
ফোটেনি আশার ফুল,
তাইতো ভাবি জীবনটা যে
কারও জন্য ভুল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৫/০৯/২০১৭মিষ্টি!
-
সাঁঝের তারা ০৪/০৯/২০১৭খুব ভালো...
-
কামরুজ্জামান সাদ ০৪/০৯/২০১৭সম্মানিত ব্লগার,
লেখাটা সুন্দর উপস্থাপন হয়েছে।