মানবদেহ
মানবদেহ
সাইয়িদ রফিকুল হক
মাটির দেহ উর্বর বলে
ফলছে সোনার ফসল,
মানবদেহ অনুর্বর বলে
করছে হিংসা দখল!
হায়রে দেহ হায়রে মন
কোথায় তোমার স্বপ্ন?
পাপের গুদাম বিনাশ করবে
একটা ভূমিকম্প!
সোনার চেয়ে দামি ভেবে
করছো দেহের সেবা!
মাটির ঘরে ঢুকতে হবে
পাইছে রেহাই কেবা?
মানবদেহ কিছুই নারে
সবচে দামি আত্মা,
মানুষ হলে খুঁজে দেখো
সৃষ্টিবিধি-পরমাত্মা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৯/২০১৭
সাইয়িদ রফিকুল হক
মাটির দেহ উর্বর বলে
ফলছে সোনার ফসল,
মানবদেহ অনুর্বর বলে
করছে হিংসা দখল!
হায়রে দেহ হায়রে মন
কোথায় তোমার স্বপ্ন?
পাপের গুদাম বিনাশ করবে
একটা ভূমিকম্প!
সোনার চেয়ে দামি ভেবে
করছো দেহের সেবা!
মাটির ঘরে ঢুকতে হবে
পাইছে রেহাই কেবা?
মানবদেহ কিছুই নারে
সবচে দামি আত্মা,
মানুষ হলে খুঁজে দেখো
সৃষ্টিবিধি-পরমাত্মা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৪/০৯/২০১৭অসাধারণ...
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/০৯/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ০৪/০৯/২০১৭খুব ভালো
-
কামরুজ্জামান সাদ ০৪/০৯/২০১৭বেশ সুন্দর