লোকদেখানো কুরবানি
লোকদেখানো কুরবানি
সাইয়িদ রফিকুল হক
কুরবানি তুই করলি কাকে?
মনের পশু জিন্দা রেখে!
লাভ কী বলো লোকদেখানো
গোশতোখাওয়ার রঙ্গ দেখে?
লোকদেখানো-গোশতোখাওয়া
কুরবানিটা শুধুই মেকী!
কুরবানিটা সামনে রেখে
আজকে শুধু জবাই দেখি।
বনের পশু জবাই হচ্ছে
মনের পশু হচ্ছে তাজা,
বিরাট গোরু জবাই করে
আজকে তুমি মহারাজা!
ছাগল-গোরু কিনছো হাটে
জবাই করছো আল্লাহ-নামে,
হারাম টাকার কারখানা যে
আছে তোমার নিজের ধামে।
লোকদেখানো কুরবানিটা
কোথায় পেলে এমন যুক্তি?
হারাম টাকায় পশু মেরে
পরকালে মিলবে যুক্তি?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ঈদুল আজহা, ২০১৭
০২/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রনব ০৩/০৯/২০১৭
-
শ.ম. শহীদ ০৩/০৯/২০১৭খুব সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৯/২০১৭বাস্তবের কথা।
-
বিদ্রোহী শিহাব ০৩/০৯/২০১৭কেবল পশু নয়
পশুত্বের কোরবানীতে জাগ্রত হোক চেতনা....
কবি বাস্তবতার চিত্র অঙ্কিত করেছেন কবিতার মাঝে, যা সত্যি মুগ্ধ করেছে আমায় -
সাঁঝের তারা ০২/০৯/২০১৭ঠিক লিখেছেন কবি...
প্রশংসনীয়।