নিজের পশুপ্রবৃত্তি কুরবানি করা উচিত
নিজের পশুপ্রবৃত্তি কুরবানি করা উচিত
কুরবানির ঈদ আগামীকাল। ছোট-বড় সকলের প্রস্তুতি প্রায় শেষ। গোরু কেনাও প্রায় শেষ। এখন বাকী কুরবানির কাজটি।
কুরবানির ঈদ মানে ত্যাগের মানসিকতা। একা খেয়ে-পরে বাঁচার নাম কুরবানির ঈদ নয়।
সমাজের সর্বস্তরের সকলের কথা ভাবতে হবে। গোরু কুরবানির মধ্যেই যেন আমাদের ঈদ সীমাবদ্ধ না থাকে। যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে। আর যাদের সামর্থ্য নাই তারা কুরবানি করবে না। তাই বলে যারা কুরবানি করবে তারা যেন নিজেদের রাজামহারাজা ভেবে সাধারণ মানুষকে অবহেলা না করে।
সকল মানুষকে ভাই আর বন্ধু ভাবতে হবে। মানুষের সঙ্গে মানুষের আত্মীয়তার সংযোগবৃদ্ধি করতে হবে। নিজের পশুপ্রবৃত্তিকে কুরবানি করে সবার কুরবানির ঈদ করা উচিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৮/০৪/২০১৮সঠিক।
-
রেজওয়ান উল হক জীবন ০২/০৯/২০১৭ঠিক বলেছেন