এসো ভালোবাসি মন খুলে
এসো ভালোবাসি মন খুলে
সাইয়িদ রফিকুল হক
এসো ভালোবাসি মন খুলে,
এসো ভালোবাসি পরকীয়ার স্বপ্ন
চিরতরে বাদ দিয়ে।
এসো ভালোবেসে গোলাপ তুলে দেই
শুধু ভালোবাসার হাতে,
এসো ভালোবেসে ধন্য হই
পরকীয়ায় চরম অবিশ্বাস রেখে।
এসো ভালোবাসি মন খুলে,
এসো ভালোবাসি চিরদিনের জন্য
খুব শক্ত করে হাত ধরে।
এসো ভালোবেসে গোলাপ ফোটাই
হৃদয়মন্দিরের চাতালে,
এসো ভালোবেসে প্রচণ্ড লাথি মারি
পরকীয়ার রঙিন স্বপ্নের মুখে।
এসো ভালোবেসে কথা বলি
পবিত্র হৃদয়ের সুঘ্রাণে,
এসো ভালোবাসি শুধু প্রেমের আহ্বানে
আর পরকীয়ার মুখে প্রকাশ্যে জুতা মেরে।
এসো ভালোবেসে আরও হই শুদ্ধ
আর ভালোবেসে কায়মনোবাক্যে বলি:
পরকীয়া-হারামজাদা চিরতরে নিষিদ্ধ হোক।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ৩০/০৮/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৮/২০১৭অনবদ্য।
-
মুক্তপুরুষ ২৯/০৮/২০১৭ভালো লাগলো