পিতার আশীর্বাদ
পিতার আশীর্বাদ
সাইয়িদ রফিকুল হক
পিতা আশীর্বাদ করলেন পুত্রকে:
বড় হও, মানুষ হও,
আর সুশিক্ষায় শিক্ষিত হও।
বড় কোনো চাকরির আশা কোরো না,
কারণ, মানুষ চাকরির চেয়ে বড়।
বড় মানুষ হওয়ার চেষ্টা করো,
চাকরি যতোই বড় হোক,
সে তো চাকরেরই কাজ,
তুমি চাকর হওয়ার নেশায় উন্মত্ত হয়ে
পোশাকি পড়ালেখা শিখবে না,
সার্টিফিকেটের জন্য হন্যে হয়ে ঘুরবে না,
আর তুমি চাকরির পিছে ছুটবে না।
তুমি মানুষ হও,
তুমি শিক্ষিত হও,
তোমাকে বড় অফিসার হওয়ার
রেসে যেন কখনও দেখি না।
তুমি শুধু মানুষ হও,
আর তুমি মানুষ হয়ে গ্রহণ করো
পৃথিবীর যেকোনো হালাল পেশা,
তুমি চাকরির পিছে ছুটবে না,
তুমি সৎভাবে আয়ের চেষ্টা করো।
পৃথিবীটা অনেক বড়,
এখানে আয়-রোজগারের পথও অনেক,
তোমাকে অফিসার হতে হবে না,
তোমাকে শুধু মানুষ হতে হবে,
তুমি শুধু মানুষের মতো মানুষ হয়ো,
আর তুমি শুধু মানুষ হয়ো, বাবা।
পুত্র স্মিতহাস্যে অবনতমস্তকে বললো:
তা-ই হবে পিতা, আমি একদিন
মানুষের মতো মানুষ হয়ে বাড়ি ফিরবো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৮/২০১৭
সাইয়িদ রফিকুল হক
পিতা আশীর্বাদ করলেন পুত্রকে:
বড় হও, মানুষ হও,
আর সুশিক্ষায় শিক্ষিত হও।
বড় কোনো চাকরির আশা কোরো না,
কারণ, মানুষ চাকরির চেয়ে বড়।
বড় মানুষ হওয়ার চেষ্টা করো,
চাকরি যতোই বড় হোক,
সে তো চাকরেরই কাজ,
তুমি চাকর হওয়ার নেশায় উন্মত্ত হয়ে
পোশাকি পড়ালেখা শিখবে না,
সার্টিফিকেটের জন্য হন্যে হয়ে ঘুরবে না,
আর তুমি চাকরির পিছে ছুটবে না।
তুমি মানুষ হও,
তুমি শিক্ষিত হও,
তোমাকে বড় অফিসার হওয়ার
রেসে যেন কখনও দেখি না।
তুমি শুধু মানুষ হও,
আর তুমি মানুষ হয়ে গ্রহণ করো
পৃথিবীর যেকোনো হালাল পেশা,
তুমি চাকরির পিছে ছুটবে না,
তুমি সৎভাবে আয়ের চেষ্টা করো।
পৃথিবীটা অনেক বড়,
এখানে আয়-রোজগারের পথও অনেক,
তোমাকে অফিসার হতে হবে না,
তোমাকে শুধু মানুষ হতে হবে,
তুমি শুধু মানুষের মতো মানুষ হয়ো,
আর তুমি শুধু মানুষ হয়ো, বাবা।
পুত্র স্মিতহাস্যে অবনতমস্তকে বললো:
তা-ই হবে পিতা, আমি একদিন
মানুষের মতো মানুষ হয়ে বাড়ি ফিরবো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৮/২০১৭আদর্শমূলক।
-
সাঁঝের তারা ২৯/০৮/২০১৭তাই হোক, পুত্র মানুষের মত মানুষ হয়ে ফিরুক ... সুন্দর...
-
রেজাউল আবেদীন ২৮/০৮/২০১৭হা ব্ড় হও, মানুষ হও, কিন্তু কিভাবে হবে তা নিজে গড়ে নাও, হিসেব কষে নাও!