আমার ধর্ম মানুষ না মারা
আমার ধর্ম মানুষ না মারা
সাইয়িদ রফিকুল হক
আমার ধর্ম মানুষ না মারা,
তোমার ধর্ম কী খাপছাড়া?
নাকি তুমি মানুষমারার দলে নিছো ঠাঁই?
মানুষমারার কোনো দলে নাই আমি,
তাইতো আমায় ভালোবাসে অন্তর্যামী।
মানুষের দলে ঠাঁই তো আমি পেতে চাই।
মানুষই আমার সবচে আপনজন,
মানুষই আমার সবচে বড় স্বজন।
আমি মানুষকে ভালোবেসেই মরতে চাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৮/২০১৭
সাইয়িদ রফিকুল হক
আমার ধর্ম মানুষ না মারা,
তোমার ধর্ম কী খাপছাড়া?
নাকি তুমি মানুষমারার দলে নিছো ঠাঁই?
মানুষমারার কোনো দলে নাই আমি,
তাইতো আমায় ভালোবাসে অন্তর্যামী।
মানুষের দলে ঠাঁই তো আমি পেতে চাই।
মানুষই আমার সবচে আপনজন,
মানুষই আমার সবচে বড় স্বজন।
আমি মানুষকে ভালোবেসেই মরতে চাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৮/২০১৭সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ২৮/০৮/২০১৭ভাল লেগেছে..
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২৭/০৮/২০১৭দারুণ
-
সমির প্রামাণিক ২৭/০৮/২০১৭সুন্দর ইচ্ছার প্রকাশ। শুভকামনা।