অনেক আশায়
অনেক আশায়
সাইয়িদ রফিকুল হক
বানের পানি গেছে কমে
ফিরছে মানুষ ঘরে,
অনেক আশায় ঢেউ জেগেছে
ধু-ধু বালুর চরে।
মানুষ এখন ব্যস্ত ভীষণ
মেরামতের কাজে,
তোমরা আবার ছাপিয়ো না
মিথ্যাখবর বাজে।
মানুষগুলো অনেক আশায়
বুক বেঁধেছে আজ,
মিথ্যাখবর ছাপায় কেন
তোমরা ফেলবে বাজ?
মিথ্যাবাদী-দালালগুলো
গাইছে পরের গান,
বানভাসীদের সেবার নামে
করছে ভীষণ ভান।
অনেক আশায় ভুক্তভোগী
তুলছে আবার মাথা,
এবার ওদের সাহস জোগায়
বলতে হবে কথা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২৪/০৮/২০১৭বাহ!খুব সুন্দর|||
-
ন্যান্সি দেওয়ান ২৪/০৮/২০১৭Good.