ভাবো একটু মরণকথা
ভাবো একটু মরণকথা
সাইয়িদ রফিকুল হক
কেন রে মন করো শুধু লাভের আশা,
মিথ্যা হলো এই দুনিয়ার ভালোবাসা।
জীবন থাকতে ভাবো একটু মরণকথা,
নইলে বন্ধু কবরঘরে পাবে খুব ব্যথা।
কদিন পরেই শেষ হবে যে খেল-তামাশা।
নেশায়-নেশায় মরণভুলে গাফেল কেন হলি?
সময় থাকতে মরণকথা মনে যেন পড়ে বলি।
এই দুনিয়ার ভালোবাসা নয়তো খাসা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৪/০৮/২০১৭সবসময় মৃত্যু দেহের হয় না,কিছু মৃত্যু সপ্নের হয়, ভালবাসারও হয়।
-
কামরুজ্জামান সাদ ২৪/০৮/২০১৭আপনার লেখা সবসময়ই ভাল লাগে
-
সাঁঝের তারা ২৩/০৮/২০১৭বেশ ...