তোমাকে ভালোবাসি না
তোমাকে ভালোবাসি না
সাইয়িদ রফিকুল হক
তোমাকে ভালোবাসি না
তবুও শুধু তোমার কথা ভাবি।
তোমাকে মনে পড়ে না
তবুও শুধু তোমার কথা স্মরণ করি।
তোমাকে ভালোবাসি না
হৃদয় তবুও কেন কাঁদে জানি না।
তোমাকে ভালোবাসি না
তবুও তোমাকে ভুলতে পারি না।
তোমাকে ভালোবাসি না
তবুও তোমার জন্য ঘুমাতে পারি না।
তোমাকে ভালোবাসি না
হৃদয় তবুও কেন কাঁদে জানি না।
তোমাকে ভালোবাসি না
তোমাকে ভালোবাসি না।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইমরান খাঁন সুজল ২০/০৮/২০১৭ভাল।
-
একরামুল হক ২০/০৮/২০১৭দারুন একটি ভালবাসার কবিতা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৮/২০১৭অ ন ব দ্য।
-
কামরুজ্জামান সাদ ২০/০৮/২০১৭অভিভূত
-
ফয়েজ উল্লাহ রবি ১৯/০৮/২০১৭অসাধারণ! কাব্য শুভেচ্ছা রইল কবি।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৯/০৮/২০১৭সুন্দর