বঙ্গবন্ধু মরে নাইরে
বঙ্গবন্ধু মরে নাইরে
সাইয়িদ রফিকুল হক
টুঙ্গিপাড়ার সেই ছেলেটি
হলো সবার সেরা,
তাঁর চোখেরই শ্যামল মায়ায়
বাংলাদেশটি ঘেরা।
সোনার বাংলার সকল রূপে
দেখি তাঁহার ছবি,
বিশ্বসভায় মহান তিনি
রাজনীতিরই কবি।
চেহারাটা দেখলে বুঝি
তিনি সবার মিতা,
বীর-বাঙালির জীবনকাব্যে
তিনিই জাতির পিতা।
বাংলাদেশের শ্যামল রূপে
এখনও তাঁর ছায়া,
দেশের প্রতি ভালোবাসায়
আজও তাঁহার মায়া!
বঙ্গবন্ধু মরে নাইরে
আছেন জাতির বুকে,
জাতির জনক কোরাস শুনি
সব বাঙালির মুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২৬/০৮/২০১৭দারুন
-
কাজী জুবেরী মোস্তাক ১৭/০৮/২০১৭মরে নাই
-
ধ্রুবক ১৭/০৮/২০১৭ভালো লেখা।
-
সাঁঝের তারা ১৬/০৮/২০১৭সত্যি সে মরে নাই...।