মনের ছুটি
মনের ছুটি
সাইয়িদ রফিকুল হক
গভীর রাতে বুঁজে আসে
চোখের পাতা,
তবুও দেখি খোলা থাকে
মনের খাতা!
ঘুমঘোরে স্বপ্ন আঁকি
কত কী যে হিজিবিজি,
মনটাকে একটু ছুটি
কেমন করে দেবো আজি?
তবুও ভাবি নিরিবিলি
মনের ছুটি মিলবে কবে?
মনটাকে ঘুম পাড়িয়ে
মন আমার শান্ত হবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৮/২০১৭
সাইয়িদ রফিকুল হক
গভীর রাতে বুঁজে আসে
চোখের পাতা,
তবুও দেখি খোলা থাকে
মনের খাতা!
ঘুমঘোরে স্বপ্ন আঁকি
কত কী যে হিজিবিজি,
মনটাকে একটু ছুটি
কেমন করে দেবো আজি?
তবুও ভাবি নিরিবিলি
মনের ছুটি মিলবে কবে?
মনটাকে ঘুম পাড়িয়ে
মন আমার শান্ত হবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৮/২০১৭খুব ভালো।
-
সাঁঝের তারা ১৪/০৮/২০১৭মনের কি ছুটি মেলে? সুন্দর...
-
প্রনব ১৪/০৮/২০১৭বেশ ভালো।