তুমি একবার হেসে ওঠো
তুমি একবার হেসে ওঠো
সাইয়িদ রফিকুল হক
জাদুর কলস তোমার হাতে
জাদু দেখাও বারেবারে,
জাদু তোমার চোখের কোণে
টের পেয়েছি হাড়ে-হাড়ে!
জীবনটা যে জাদু নয়কো
বুঝেও কেন বোঝো না?
বুকের মধ্যে একটুখানি
ভালোবাসা কেন খোঁজো না?
জাদুর কলস দাও ডুবিয়ে
গহীন অতল জলে,
তুমি একবার হেসে ওঠো
শুধু ভালোবাসার বলে।
জাদুর চেয়ে মানুষ বড়
বুঝবে তুমি কবে?
ভালোবাসার বরফ গলে
আমায় কবে খুঁজবে?
জাদুর কলস চাই না দেখতে
চাই যে তোমার ভালোবাসা,
মনমাঝারে প্রেম থাকলে
ভুলে যাও জাদুর তামাশা।
তুমি একবার হেসে ওঠো
সৃষ্টিরূপে মুগ্ধ হয়ে,
ভালোবাসা জন্ম নেবে
অহংকারের পাহাড় ক্ষয়ে।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৩/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৪/০৮/২০১৭সুন্দর ...
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৪/০৮/২০১৭দারুণ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৮/২০১৭অ ন ব দ্য।
-
ন্যান্সি দেওয়ান ১৩/০৮/২০১৭Nice.