পোড়া কপাল
পোড়া কপাল
সাইয়িদ রফিকুল হক
ভদ্রলোকের পোড়া কপাল
চণ্ডালেরই দাম,
ভালোমানুষ ঠকছে বেশি
বিধি তাহার বাম!
ভণ্ডগুলোর দাপট বেশি
কথায় আছে জোর,
সাধু এখন সাজছে বেশি
আঁধার রাতের চোর!
সত্য বলার অপরাধে
জেল খেটেছে সাধু,
ভণ্ড এখন সবার কাছে
আঁধার ঘরের চান্দু!
দিনকে যারা করছে রাত
তারাই এখন রাজা,
পাপীলোকের এক ঘোষণায়
সুধীসমাজ পাচ্ছে সাজা!
কপাল পোড়া মানুষগুলো
কাঁদে নাকো অতিদুঃখে,
জোর করে তাই হাসি রাখে
কষ্ট সওয়া মুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০৮/২০১৭
সাইয়িদ রফিকুল হক
ভদ্রলোকের পোড়া কপাল
চণ্ডালেরই দাম,
ভালোমানুষ ঠকছে বেশি
বিধি তাহার বাম!
ভণ্ডগুলোর দাপট বেশি
কথায় আছে জোর,
সাধু এখন সাজছে বেশি
আঁধার রাতের চোর!
সত্য বলার অপরাধে
জেল খেটেছে সাধু,
ভণ্ড এখন সবার কাছে
আঁধার ঘরের চান্দু!
দিনকে যারা করছে রাত
তারাই এখন রাজা,
পাপীলোকের এক ঘোষণায়
সুধীসমাজ পাচ্ছে সাজা!
কপাল পোড়া মানুষগুলো
কাঁদে নাকো অতিদুঃখে,
জোর করে তাই হাসি রাখে
কষ্ট সওয়া মুখে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৮/২০১৭মজার!
-
দেবাশীষ দিপন ০৯/০৮/২০১৭বাহ! দারুণ