www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখন ভালোবাসার কোনো দাম নাই



এখন ভালোবাসার কোনো দাম নাই
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসা যদি দোকানে বিক্রি করা যেতো
তবে আমার মনের সকল ভালোবাসা
বেচে দিতাম একদামে।
কী হবে এসব এখন মনের মধ্যে পুষে রেখে?
অযথা বুকের মধ্যে ভালোবাসা রেখে কী লাভ?
সবখানে এখন পশুদের নগ্নদাপট,
আর নারীখেকোদের উলঙ্গ নৃত্য
দেখতে পাচ্ছি দিবালোকে-প্রকাশ্যে!
আর চারিদিকে শয়তানের অট্টহাসি,
কী লাভ হবে এই পশুত্বের সমাজে
অযথা বুকের মধ্যে ভালোবাসা পুষে রেখে?

ভালোবাসা যদি খুব আয়েশ করে
নিলামে উঠানো যেতো,
তবে আমার বুকের মধ্যে বহুদিনের সযত্নে রক্ষিত
সকল ভালোবাসা ছেড়ে দিতাম বেশ ন্যায্যমূল্যে।
এসব এখন বুকের মধ্যে আটকে রেখে কী লাভ?
কে দেয় এখন নিখাদ ভালোবাসার মূল্য?
ভালোবেসে ক্ষয়ে-ক্ষয়ে চোখের সামনে মরেছে
মহল্লার তরতাজা দেশদরদী যুবকটি,
তবুও কেউ তার ভালোবাসার মূল্য দেয়নি।
খুব ভালোবেসে অকালে ঝরে গেল
কলেজপড়ুয়া তরুণ ছেলেটি,
তবুও তার জন্য মেয়েটি একটুও কাঁদেনি!
এখন ভালোবাসার কোনো দাম নাই,
কোনো দাম নাই অমূল্য ভালোবাসার,
আর একটুও দাম নাই নিখাদ ভালোবাসার।
সবখানে এখন টাকার মূল্য,
মানুষ এখন খোঁজে শুধু টাকার গন্ধ!
টাকাপাগল মানুষগুলো হন্যে হয়ে ছুটছে,
আর পাঁঠা যেমন করে খোঁজে ছাগীর গন্ধ।
সবখানে এখন টাকার খেলা,
বেশ্যা চায় টাকা,
বেশ্যার দালাল সেও চায় শুধু টাকা,
রমণীমোহনবাবু দুহাতে কামাতে চায় টাকা,
টাকাই এখন অনেক সুদর্শনা তরুণী-যুবতীর
একমাত্র আকাঙ্ক্ষা আর ভালোবাসা,
শুধু টাকার অভাবে পাঁচবছর প্রেম করেও
প্রেমিকাকে ভালোবেসে বিয়ে করতে পারেনি
আমাদের বিশ্ববিদ্যালয়পড়ুয়া ভাইটি,
অথচ একটা টাকার কুমির আর নিরেট মূর্খ
হাসিমুখে বিয়ে করেছে সেই ভাইটির প্রেমিকাকে!

শুধু ভালোবাসার এখন কোনো মূল্য নাই,
ভালোবাসার অপমৃত্যু ঘটেছে সেই কবে,
এখন আছে শুধু টাকার খেলা!
কী লাভ তাই বুকের মধ্যে এই ভালোবাসা রেখে?
ভালোবাসা যদি দোকানে বিক্রি করা যেতো
তবে আমার মনের সকল জমাটবদ্ধ ভালোবাসা
আজ বেচে দিতাম একদামে।




সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৭/০৮/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast