www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মরণে রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ



স্মরণে রবীন্দ্রনাথ: আমাদের রবীন্দ্রনাথ (পর্ব—১)

আজ বাইশে শ্রাবণ। আমাদের রবীন্দ্রনাথের মহাপ্রয়াণদিবস।
তিনি আমাদের কবি। তিনি বাংলাভাষার কবি। আর তিনি মানুষের কবি।

রবীন্দ্রনাথের মতো মহাপুরুষ যুগে-যুগে আসে না। এমনকি শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত অপেক্ষা করেও দেখা মেলে না। এঁরা দুর্লভ। এঁরা অতীব দামি রত্ন।

বিশ্বকে যে কয়েকজন কবি-লেখক-সাহিত্যিক আলোকিত করেছেন তন্মধ্যে আমাদের রবীন্দ্রনাথ রয়েছেন শীর্ষস্থানে। তিনি আপন প্রতিভাবলে বিশ্বের সকল স্থানের মানুষকে মোহমুগ্ধ করে রেখেছেন।

তিনি ছিলেন সুরুচির ধারক-বাহক। জীবনসৌন্দর্যে তিনি তাঁর কালের সকল কবি-লেখককে ছাড়িয়ে গিয়েছিলেন। নান্দনিক জীবনভাবনায় তিনি লিখে গেছেন কাব্য, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী ইত্যাদি।

আজকে তাঁর সাহিত্যের কথা না বলে তাঁর শিক্ষাদর্শন সম্পর্কে বলাই সঙ্গত হবে। তিনি ছিলেন পৃথিবীর অন্যতম সেরা শিক্ষাদার্শনিক। শিক্ষাবিষয়ে তাঁর মতামত চিরদিন শিক্ষাগবেষণার কাজে প্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি প্রকৃতির কোলে প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। কাব্যকলার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে সাড়া জাগানো বিশ্ববিদ্যালয় এটি। এছাড়াও, এটি সর্বক্ষেত্রে সর্বমানুষের রাজ্যে অনুকরণীয় ও অনুপম দৃষ্টান্ত। এখানে, প্রকৃতির কোলে পাঠদান করা হয়। রমণীয় ও মানবীয় পরিবেশে এখানকার শিক্ষার্থীরা শিক্ষালাভে ধন্য হচ্ছে।

এমন সুন্দর বিশ্ববিদ্যালয় আর কোথায় আছে?

(আজকের দিনে রবীন্দ্রনাথের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।)

বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast