অনেক আশায় দেখি তোমাকে
অনেক আশায় দেখি তোমাকে
সাইয়িদ রফিকুল হক
অনেক আশায় দেখি
শ্রাবণশেষে বসন্তের বাতাস
মনটা দুলছিলো বিরাট আশায়,
হঠাৎ দেখি বাঁশবাগানের ভূতের মতো
কে যেন আশার মালঞ্চে ঢুকে পড়েছে!
তার বিষাক্ত নখরাঘাতে
আমার স্বপ্নময় আশাগুলো
ঝরে-ঝরে পড়ছে
ঠিক ঝরে পড়া
ফুলের পাঁপড়ির মতো।
অনেক আশায় বুক বেঁধেছিলাম
আবার সুখী হবো বলে,
তবুও দেখি বিরাট নিরাশা
ছাড়ে না আমার পিছু,
আরও আছে নালিশ কত,
বুকের ভিতরে জমে থাকা
পুরাতন ঘা-গুলো
আবার যেন সজীব হচ্ছে
শুধু তোমাকে দেখে!
অনেক আশায় দেখি তোমাকে।
মাধবীলতা,
ভালোবাসোনি আমাকে,
তবুও কেন এমন করে দেখা দাও?
অনেক আশায় দেখি
আশাগুলো এখন ঝরে পড়ে
ঠিক বালুকণার মতো,
তবুও বুক বাঁধি,
তবুও স্বপ্ন দেখি,
তবুও আশায়-আশায় পথ চলি।
মাধবীলতা,
তবুও তুমি কেন নিরাশার স্বপ্ন বোনো?
অনেক আশায় দেখি
স্বপ্নভঙ্গের বিরাট দুরাশা!
শুধু তুমিই পারো মাধবীলতা
সকল দুরাশার দুর্গ ভেঙ্গে
আমার ছোট্ট জীবনে
অন্তহীন আশার স্বপ্নজাল বুনতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৮/২০১৭
সাইয়িদ রফিকুল হক
অনেক আশায় দেখি
শ্রাবণশেষে বসন্তের বাতাস
মনটা দুলছিলো বিরাট আশায়,
হঠাৎ দেখি বাঁশবাগানের ভূতের মতো
কে যেন আশার মালঞ্চে ঢুকে পড়েছে!
তার বিষাক্ত নখরাঘাতে
আমার স্বপ্নময় আশাগুলো
ঝরে-ঝরে পড়ছে
ঠিক ঝরে পড়া
ফুলের পাঁপড়ির মতো।
অনেক আশায় বুক বেঁধেছিলাম
আবার সুখী হবো বলে,
তবুও দেখি বিরাট নিরাশা
ছাড়ে না আমার পিছু,
আরও আছে নালিশ কত,
বুকের ভিতরে জমে থাকা
পুরাতন ঘা-গুলো
আবার যেন সজীব হচ্ছে
শুধু তোমাকে দেখে!
অনেক আশায় দেখি তোমাকে।
মাধবীলতা,
ভালোবাসোনি আমাকে,
তবুও কেন এমন করে দেখা দাও?
অনেক আশায় দেখি
আশাগুলো এখন ঝরে পড়ে
ঠিক বালুকণার মতো,
তবুও বুক বাঁধি,
তবুও স্বপ্ন দেখি,
তবুও আশায়-আশায় পথ চলি।
মাধবীলতা,
তবুও তুমি কেন নিরাশার স্বপ্ন বোনো?
অনেক আশায় দেখি
স্বপ্নভঙ্গের বিরাট দুরাশা!
শুধু তুমিই পারো মাধবীলতা
সকল দুরাশার দুর্গ ভেঙ্গে
আমার ছোট্ট জীবনে
অন্তহীন আশার স্বপ্নজাল বুনতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ০৭/০৮/২০১৭Nice
-
আসাদুজ্জামান তালুকদার শাকিল ০৬/০৮/২০১৭সুন্দর প্রকাশ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৮/২০১৭ভালো।
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭আপনার লেখাগুলো বরাবরের মতোই ভাল লাগে।
-
Tanju H ০৫/০৮/২০১৭সুন্দর......