সাধুবচন—১৪
সাধুবচন—১৪
সাইয়িদ রফিকুল হক
শুকতারাটা চেয়ে থাকে
যখন থাকি সুখে,
দুঃখ-আঁধার ঘনায় যখন
কথা নাই যে মুখে।
দুধের মাছি ঘুরবে কাছে
যখন তুমি খুশি,
তোমার একটু বিপদ হলে
অমনি মারবে ঘুষি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৮/২০১৭
সাইয়িদ রফিকুল হক
শুকতারাটা চেয়ে থাকে
যখন থাকি সুখে,
দুঃখ-আঁধার ঘনায় যখন
কথা নাই যে মুখে।
দুধের মাছি ঘুরবে কাছে
যখন তুমি খুশি,
তোমার একটু বিপদ হলে
অমনি মারবে ঘুষি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তীর্থের কাক ০৮/০৮/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০৮/২০১৭ব চ ন ভালো হয়েছে।
-
সাঁঝের তারা ০৫/০৮/২০১৭খুব ভাল চলছে ...
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭সাধুবচন সিরিজ ভাল এগোচ্ছে।ভাল লেখেন বটে