সাধুবচন—১৩
সাধুবচন—১৩
সাইয়িদ রফিকুল হক
ফুলের সুবাস পাওনি তুমি
করছো বৃথা আফসোস,
তোমার ভিতর পুরীষ-ভরা
ফুলের কী আর দোষ!
কচুখেকো জানোয়ারে
চিনতে পারে ফুল?
মানুষ-নামের ভণ্ডগুলো
করবে শুধু ভুল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/০৮/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি সেই প্রতিবাদী নারী ০৪/০৮/২০১৭রাইট।
-
সাঁঝের তারা ০৪/০৮/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৮/২০১৭ভালো।