রোদ-বৃষ্টির খেলা

রোদ-বৃষ্টির খেলা
সাইয়িদ রফিকুল হক
মেয়েটি হয়েছিলো রোদ আর ছেলেটি হলো বৃষ্টি
তবুও তাদের ভালোবাসা জমলো না।
মেয়েটি ছিল ভীষণ উত্তপ্ত রোদের মতো
আর ছেলেটি ছিল তার সম্পূর্ণ বিপরীত,
তবুও তাদের ভালোবাসা জমলো না।
তবুও তাদের ভালোবাসার ফুল ফুটলো না।।
মেয়েটি যখন জ্যৈষ্ঠের গনগনে রোদ হয়ে
তাদের অনেকদিনের ভালোবাসার ভগ্নাংশটুকু
শবদাহের মতো পোড়াতে ব্যস্ত ছিল
তখন ছেলেটি বৃষ্টি হয়ে তা নিভাতে চেয়েছিলো,
তবুও তাদের ভালোবাসা জমলো না।
তবুও তাদের ভালোবাসার ফুল ফুটলো না।।
ছেলেটি ছিল খুব আশাবাদী
তাই সে বারবার মেয়েটির উত্তপ্ত মনে
ঝরিয়েছে আশার হিমশীতল বৃষ্টি!
কিন্তু মেয়েটির ক্রমাগত অগ্নিবাণে
শুকিয়ে গেছে ছেলেটির অনেক ভালোবাসার বৃষ্টি।
খুব আশা ছিল ছেলেটির মনে
আগুন নিভাতে চেয়েছিলো সে চোখের জলে!
তবুও তাদের ভালোবাসা জমলো না।
তবুও তাদের ভালোবাসার ফুল ফুটলো না।।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ৩১/০৭/২০১৭Valo hoyeche
-
সাঁঝের তারা ৩১/০৭/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৭/২০১৭অ ন ব দ্য।
-
নাবিক ৩০/০৭/২০১৭ভালো লাগলো খুব 💞