মানুষ-ভজো মানুষ
মানুষ-ভজো মানুষ
সাইয়িদ রফিকুল হক
মানুষ-ভজো মানুষ
মানুষ-ভজলে মানুষ পাবে,
মানুষ-ভজলে স্রষ্টাও পাবে।
মানুষ-ভজো মানুষ
মানুষ-ভজলে পশুত্ব দূর হবে,
মানুষ-ভজলে তুমি মানুষ হবে।
মানুষ-ভজো মানুষ
মানুষ-ভজলে তুমি সুন্দর হবে,
মানুষ-ভজলে তুমি আবার মানুষ হবে।
মানুষ-ভজো মানুষ
মানুষ-ভজনা করলে তুমি সত্য হবে,
মানুষ-ভজনা করেই তুমি মানুষ হবে,
আর শুধু মানুষ-ভজনা করেই তুমি
মানুষ হতে পারবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ২৯/০৭/২০১৭অসাধারণ একটি মানবতাবাদী কবিতা শ্রদ্ধেয় কবি! শুভেচ্ছা।
-
দীপঙ্কর বেরা ২৯/০৭/২০১৭দারুণ