ভালোবাসা ছিল না বলে
ভালোবাসা ছিল না বলে
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসা ছিল না বলে
গোলাপের পাঁপড়িগুলো ঝরে গেল অভিমানে।
তোমার মনে প্রেম ছিল না বলে
চিঠির লেখাগুলো মুছে গেল দারুণ ক্ষোভে।
গোলাপগুলো ফুটেছিল বাগানে মনোহররূপে,
তার থেকে দুটি গোলাপ তুলে দিয়েছিলাম তোমার হাতে,
তবুও সে গোলাপ ঝরে গেল একনিমিষে দারুণ অভিমানে,
তোমার মনে প্রেম ছিল না বলে।
গোলাপগুলো খুব ভালোবেসে ছিঁড়েছিলাম
আমার সাধের ফুলবাগান থেকে,
আর কত যত্নে তা তুলে দিয়েছিলাম তোমার হাতে,
তবুও সে গোলাপ ঝরে গেল দারুণ অভিমানে,
তোমার মনে একটুকু প্রেম ছিল না বলে।
খুব আশ্চর্য হয়েছিলাম তোমার কাছে গোলাপ পাঠিয়ে,
ফুলগুলো যখন বাগান থেকে তুলেছিলাম তখন কী সতেজ ছিল!
তোমার কাছে পাঠানোর পরে সেগুলো শুকাতে শুরু করলো
দেখতে-দেখতে আর চোখের পলকে!
গোলাপের পাঁপড়িগুলো ঝরে গেল অকালে দারুণ অভিমানে
শুধু তোমার মনে ভালোবাসা ছিল না বলে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৭/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ২৮/০৭/২০১৭ভালো তো
-
ন্যান্সি দেওয়ান ২৮/০৭/২০১৭Sweet.
-
রইস উদ্দিন খান আকাশ ২৮/০৭/২০১৭তাজা ফুলের আনন্দতো
ঝরা ফুলের ফলেই ঘটে । -
নাবিক ২৮/০৭/২০১৭অনেক ভালো লিখেছেন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৭/২০১৭সু ন্দ র।
-
কামরুজ্জামান সাদ ২৮/০৭/২০১৭বেশ লিখেছেন কবি।শুভকামনা।